পুরস্কার পেল ঢাকার প্রিপারেটরির কৃতি শিক্ষার্থীরা

রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2018, 07:16 PM
Updated : 20 Jan 2018, 07:16 PM

শনিবার মোহাম্মদপুরের ইকবাল রোডের ক্যাম্পাসে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. ম. তামিম। বিশেষ অতিথি ছিলেন প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বেলায়েত হোসেন।

ম. তামিম এই শিক্ষা প্রতিষ্ঠানের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান।

ভাইস প্রিন্সিপাল রাবেয়া হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিবার বছরের শুরুতে এ ধরনের অনুষ্ঠান করেন তারা।

“শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা বাড়াতে আমরা পুরস্কারও দিয়ে থাকি। এ বছর একাডেমিকভাবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে এমন দেড়শ এবং এসএসসি, এইচএসসি, জেএসসি ও পিইসিতে যারা বৃত্তি পেয়েছে এ ধরনের প্রায় ১৭৫জনকে ক্রেস্ট দেওয়া হয়েছে।”

এই স্কুল অ্যান্ড কলেজের ৩৭০ জন শিক্ষকের মধ্যে এবার শ্রেষ্ঠ শিক্ষকের পুরস্কার পেয়েছেন রোকসানা মোমেন।

পুরস্কার বিতরণী শেষে সাংষ্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।