শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী নিখোঁজ

রাজধানীতে নিখোঁজ শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মচারীর সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন তার স্বজনরা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2018, 11:13 AM
Updated : 19 Jan 2018, 11:47 AM

নিখোঁজ নাসির উদ্দিন শিক্ষা মন্ত্রণালয়ের গ্রহণ ও বিতরণ শাখার উচ্চমান সহকারী। তিনি বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সরকারী কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের মহাসচিবও।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে তার শ্বশুর আব্দুল মান্নান থানায় জিডি করেন বলে বনানী থানার পরিদর্শক (তদন্ত) বোরহান উদ্দিন জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “পুলিশ বিষয়টি তদন্ত করছে।”

নাসিরের ভায়রা নাইম আহমেদ জুলহাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বানানী ‘আর এম’ নামে একটি গ্রুপে যান নাসির।

“ওই প্রতিষ্ঠান থেকে বের হয়ে নাসির তার স্ত্রী ও মন্ত্রণালয়ের লোকজনের সাথে কথাও বলেন। কিন্তু দুপুর ২টার পর তার সঙ্গে থাকা দুটি মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

রাজধানীর খিলক্ষেত এলাকার লেকসিটি কনকর্ড টাওয়ারে সপরিবারে থাকেন নাসির।

জুলহাস বলেন, এলাকায় একটি ক্লাব প্রতিষ্ঠাকে কেন্দ্র করে কামরুজ্জামান মাহবুব নামে একজনের সঙ্গে তার বিরোধ রয়েছে।

“এই নিখোঁজ হওয়ার পেছনে তারও হাত থাকতে পারে।”