সাবেক প্রেমিককে ছুরিকাঘাতকারী তরুণী কারাগারে

জবরদস্তির সময় সাবেক প্রেমিককে ছুরি মেরে আহত করার ঘটনায় ইডেন মহিলা কলেজের ছাত্রী লাভলী ইয়াসমিন মিতাকে কারাগারে পাঠিয়েছে ঢাকার একটি আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2018, 03:35 PM
Updated : 18 Jan 2018, 03:35 PM

ওই তরুণীকে বৃহস্পতিবার আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটকে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই অমল কৃষ্ণ দে। অপরদিকে মিতার জামিন আবেদন করেন তার আইনজীবী।

শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মাহমুদুল হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। জামিন শুনানির জন্য আগামী ২২ জানুয়ারি দিন রেখেছেন তিনি।

বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে উদয়ন স্কুলের সামনে আল-আমিন নামে পুরান ঢাকার এক যুবককে কুপিয়ে আহত করেন মিতা।

তাকে আটক করে থানায় আনার পর শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলী বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আল আমিন ও মেয়েটির মধ্যে প্রেমের সম্পর্ক হলে দুই বছর আগে পারিবারিকভাবে তাদের আলাদা থাকতে বলা হয়েছিল।

“আজ মেয়েটি তার চাচার বাসায় যাওয়ার সময় ফুলার রোডে আল আমিন তাকে উত্ত্যক্ত করে। এ সময় তার ফোন নিয়ে যাওয়ার চেষ্টা করলে আল আমিনকে পেছন থেকে দুইবার ছুরিকাঘাত করে মেয়েটি।”

এ ঘটনায় আল-আমিনের ছোট ভাই মো. আওলাদ হোসেন বাদী হয়ে এই কলেজছাত্রীর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ মামলা দায়ের করেন।