পাঁচ দিনের সফর শেষে ফিরে গেলেন প্রণব

বাংলাদেশে পাঁচ দিনের সফর শেষে ফিরে গেলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2018, 12:25 PM
Updated : 18 Jan 2018, 01:47 PM

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান।

বিকালে নয়া দিল্লি বিমানবন্দরে প্রণব মুখোপাধ্যায় পৌঁছানোর সময় সেখানে উপস্থিত ছিলেন ভারতে বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। 

ব্যক্তিগত সফরে গত রোববার ঢাকায় আসেন প্রণব মুখোপাধ্যায়। পরদিন ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে সফরের আনুষ্ঠানিকতা শুরু করেন তিনি।

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ ছাড়াও তিনি বাংলা একাডেমিতে আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে অংশ নেন।

এই সফরে তাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডি-লিট ডিগ্রি দেওয়া হয়। চট্টগ্রামের রাউজানে বিপ্লবী মাস্টারদা সূর‌্যসেনের পৈত্রিক ভিটা এবং তার ও প্রীতিলতার স্মৃতিধন্য পুলিশ অস্ত্রাগার ও ইউরোপিয়ান ক্লাব পরিদর্শন করেন তিনি।