তোষাখানা নির্মাণের অগ্রগতি জানলেন প্রধানমন্ত্রী

অগ্নি নিরাপত্তা ও আর্দ্রতা নিয়ন্ত্রণের বিষয়টি বিবেচনায় রেখে রাষ্ট্রীয় তোষাখানা নির্মাণের কাজ শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2018, 12:02 PM
Updated : 18 Jan 2018, 12:02 PM

রাজধানীতে বিজয় সরণীতে বঙ্গবন্ধু নভোথিয়েটার এবং সেনাবাহিনীর জাদুঘরের মাঝের জায়গায় এই তোষাখানটি নির্মাণ করা হচ্ছে।

রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী বিভিন্ন সময়ে যে উপহার ও স্মারক পেয়ে থাকে; তা এই তোষাখানায় সংরক্ষণ করা হবে।

প্রধানমন্ত্রীকে তার কার্যালয়ে বৃহস্পতিবার এই তোষাখানা নির্মাণের অগ্রগতি জানানো হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান।

সেনা প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এই তোষাখানার বিভিন্ন সুবিধার কথা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন।

৫০ হাজার বর্গফুটের পাঁচতলা এই তোষাখানায় দু’টি বেইসমেন্ট হবে।

পূর্ণ গতিতে তোষাখানার কাজ এগিয়ে চলছে বলে জানান ইহসানুল করিম।

চলতি বছরের জুন মাসে এই তোষাখানা উদ্বোধনের জন্য প্রস্তুত হয়ে যাবে বলেও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আশাপ্রকাশ করেন।

প্রধানমন্ত্রী এই তোষাখানা নির্মানের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, এই তোষাখানাটি জাদুঘরের মতো হতে হবে।

অগ্নি নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী স্মারক ও উপহারের কোনো ক্ষতি যেন না হয় সেদিকে দৃষ্টি দেওয়ার তাগিদ দেন।

উপহার সামগ্রী আর্দ্রতা থেকে রক্ষা করার কথাও বলেন প্রধানমন্ত্রী।

ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে এই ধরনের তোষাখানায় পরিদর্শনের অভিজ্ঞতার কথাও প্রধানমন্ত্রী তুলে ধরেন।

পরে, প্রধানমন্ত্রী পূর্বাচলের ৩০০ফুট সড়কের দু’পাশে যে খাল খনন করা হচ্ছে, তার নকশা দেখেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।

স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, মুখ্য সচিব নজিবুর রহমান এসময় উপস্থিত ছিলেন।