আগারগাঁওয়ে ২০০ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের আশপাশের বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2018, 11:24 AM
Updated : 18 Jan 2018, 11:24 AM

বৃহস্পতিবার বেলা ১১টায় ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট অজিয়র রহমানের নেতৃত্বে শুরু এ অভিযান চলে বেলা ২টা পর্যন্ত।

অভিযানে নির্বাচন কমিশনের সামনে থেকে আইডিবি ভবন পর্যন্ত সড়কের দুপাশের কাঁচাপাকা স্থাপনা ভেঙে দেওয়া হয়। অভিযান চলার সময় অনেককে তাদের দোকান এবং অস্থায়ী ঝুপড়িঘর থেকে মালামাল সরিয়ে নিতে দেখা যায়।                                         

আগারগাঁওয়ের এ এলাকায় প্রায় পাঁচশর বেশি এরকম অবৈধ স্থাপনা রয়েছে জানিয়ে ম্যাজিস্ট্রেট অজিয়র রহমান বলেন, অভিযানে প্রায় আড়াইশর মতো স্থাপনা সরিয়ে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সবগুলোই উচ্ছেদ হবে।

রাস্তা ও ফুটপাত পরিষ্কার রাখতে এ অভিযান চালানো হলেও নির্বাচন কমিশন থেকেও এসব স্থাপনা উচ্ছেদের তাগিদ ছিল বলে জানান তিনি।

ম্যাজিস্ট্রেট অজিয়র বলেন, “সামনে জাতীয় নির্বাচন রয়েছে। নির্বাচনকে সামনে রেখে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি নির্বাচন কমিশনে যাতায়াত করবেন।

“এছাড়া নির্বাচনের কমিশনের সামনে যেসব স্থাপনা উঠেছে, সেগুলো উচ্ছেদ করতেও কমিশন থেকে আমাদের কাছে অনুরোধ জানানো হয়েছিল। সেজন্যও আমরা অভিযান শুরু করেছি। এটা অব্যাহত থাকবে।”