বিএনপি নেতা শাকিল ওয়াহেদকে সতর্ক করল ইসি

ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হওয়ার পর দলটির মনোনয়ন প্রত্যাশী মো. শাকিল ওয়াহেদকে সতর্ক করেছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2018, 05:07 PM
Updated : 16 Jan 2018, 05:07 PM

মঙ্গলবার ঢাকা উত্তরের বিভিন্ন এলাকায় প্রচারণামূলক বিভিন্ন রঙিন পোস্টার পাওয়ায় তার কাছে সতর্কতামূলক চিঠি পাঠান রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম।

বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র তুলেছিলেন দলটির সহ প্রকাশনা বিষয়ক সম্পাদক শাকিল ওয়াহিদ। তবে সোমবার তাবিথ আউয়ালকে প্রার্থী চূড়ান্ত করেছে দলটি।

শাকিল ওয়াহিদকে পাঠানো চিঠিতে রিটার্নিং কর্মকর্তা বলেন, “শেওড়াপাড়া, কাজীপাড়া ও মিরপুর-২ এলাকায় আপনার অসংখ্য পোস্টার শোভা পাচ্ছে, যা আচরণ বিধি লঙ্ঘন। সম্ভাব্য প্রার্থী হিসেবে আপনাকে প্রথমবার সতর্ক করা হল। ভবিষ্যতে এরূপ কোনো বিষয় নজরে এলে আপনার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।”