ডিএনসিসি: মেয়র পদের মনোনয়নপত্র নিয়েছেন আরও ৬ জন

ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে আরও ছয়জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2018, 05:46 PM
Updated : 15 Jan 2018, 05:46 PM

সোমবার  এই ছয়জন নেওয়ার পর এনিয়ে ১৪ জন মনোনয়নপত্র নিলেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা তাজুল ইসলাম জানান, ইসলামী ঐক্যজোটের গাজী ইয়াকুব, বিএনএফ’র ওয়াই এম কামরুল ইসলাম, বিপ্লবী পার্টির আবুল কালাম আজাদ, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো. ওসমান গণি এবং স্বতন্ত্র আনিসুজ্জামান খোকন  ও মোরসালিন হায়দার মনোনয়নপত্র নিয়েছেন।

এর আগে আরও ৮ জন মনোনয়নপত্র নিয়েছিলেন।

এছাড়া এ পর্যন্ত সাধারণ কাউন্সিলর পদে ৩৯১ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৭১ জন নিয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম জানান, ১৮ জানুয়ারি মনোনয়ন নেওয়া ও জমার শেষ সময় রয়েছে। আওয়ামী লীগ ও বিএনপির প্রধান দুই সম্ভাব্য প্রার্থী আতিকুল ইসলাম ও তাবিথ আউয়াল দলীয় প্রার্থী ঘোষণা না হওয়ায় এখনও মনোনয়নপত্র সংগ্রহ করেনি।

মঙ্গলবার থেকে মাঠে নির্বাহী হাকিম

উত্তরের মেয়র, কাউন্সিলর ও দক্ষিণের কাউন্সিলর নির্বাচনকে সামনে রেখে নির্বাহী হাকিম মাঠে নামছে মঙ্গলবার।

রিটার্নিং কর্মকর্তা জানান, উত্তর সিটিতে আচরণবিধি প্রতিপালনে ১২ নির্বাহী হাকিম নিয়োজিত থাকবে; দক্ষিণে আরও ৬ জন।

সম্ভাব্য প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের কাছে বড় দল, ছোট দল বিবেচ্য নয়; সবাই প্রার্থী সবাইকে সমান চোখে দেখব। আচরণবিধি লঙ্গণ থেকে বিরত থাকুন, বিধি লঙ্ঘিত হলে আইনানুগ ব্যবস্থা নেব।”

আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র কেনা ও জমা দেওয়ার শেষ দিন ১৮ জানুয়ারি।