ইউল্যাবে গ্রন্থাগার ব্যবস্থাপনা কোর্সের সমাপনী

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) গ্রন্থাগার ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2018, 03:20 PM
Updated : 16 Jan 2018, 07:56 AM

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব লাইব্রেরিয়ানস, ইনফরমেশন সায়েন্টিস্টস অ্যান্ড ডকুমেন্টালিস্টস (বিএএলআইডি) এর সঙ্গে যৌথভাবে সমন্বিত গ্রন্থাগার ব্যবস্থাপনা সফটওয়্যার ‘কোহা’ নিয়ে তিন দিনের এই কর্মশালা হয়।

ধানমণ্ডিতে ইউল্যাব মিলনায়তনে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির উপাচার্য অধ্যাপক মুনাজ আহমেদ নূর।

অন্যদের মধ্যে ইউল্যাব ট্রাস্টি বোর্ডের বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান, বিএএলআইডি’র চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান, প্রশিক্ষণ সমন্বয়ক ড. মির্জা মোহাম্মদ রেজাউল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য দেন।

ইউল্যাবের কোষাধ্যক্ষ অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্যের সমাপনী বক্তব্যে অনুষ্ঠান শেষ হয়।