আবারও বেতারের মহাপরিচালকের দায়িত্বে নারায়ণ

বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীলকে চুক্তিতে আগের পদে নিয়োগ দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2018, 01:03 PM
Updated : 15 Jan 2018, 01:03 PM
তথ্য ক্যাডারের এই কর্মকর্তার অভোগকৃত অবসরোত্তর ছুটি (পিআরএল) বাতিল করে দুই বছরের চুক্তিতে রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানের শীর্ষ পদে নিয়োগ দিয়ে সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করতে হবে।

১৯৮৬ সালে সরকারি চাকরিতে যোগ দিয়ে নারায়ণ বাংলাদেশ বেতারের বার্তা বিভাগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

গত বছরের ৩১ অক্টোবর বেতারের মহাপরিচালক হিসেবে নিয়োগ পান নারায়ণ। চাকরির মেয়াদ শেষ হওয়ায় পিআরএলে ছিলেন তিনি।

নারায়ণ চন্দ্র পিআরালে যাওয়ার পর তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেন বেতারের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন।