গণভবন থেকে মোনাজাতে হাত তুললেন প্রধানমন্ত্রী

গণভবন থেকে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2018, 07:50 AM
Updated : 14 Jan 2018, 08:25 AM

টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে রোববার বেলা ১০টা ৪০ থেকে ৩৫ মিনিটের এই মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের ইমাম তাবলিগের শুরা সদস্য মাওলানা জুবায়ের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় গণভবনে পরিবারের সদস্যদের নিয়ে মোনাজাতে শরিক হন বলে তার প্রেস সচিব ইহসানুল করিম জানান।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনিসহ প্রধানমন্ত্রীর নিকট আত্মীয়রা তার সঙ্গে মোনাজাতে অংশ নেন।

এ মোনাজাতে মুসলিম জাহানের কল্যাণ কামনা করা হয়। চার দিন বিরতি দিয়ে আগামী শুক্রবার শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ২১ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যামে শেষ হবে বিশ্ব তাবলিগ জামাতের এই বার্ষিক সম্মিলন।