বিনা ভাড়ায় ৮৬১ প্রবাসীর লাশ বহন বিমানের

এক বছরে বিনা ভাড়ায় ৮৬১ জন প্রবাসী বাংলাদেশি শ্রমিকের লাশ বহন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2018, 06:59 PM
Updated : 11 Jan 2018, 06:59 PM

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের জিএম শাকিল মেরাজ জানিয়েছেন, ২০১৬-১৭ অর্থ বছরে তারা এই মরদেহ বহনের ক্ষেত্রে মৃতদের স্বজনের কাছ থেকে কোনো অর্থ নেয়নি।

“এসব মরদেহ পরিবহন খাত থেকে  বিমানের ৮ কোটি ৪০ লাখ ৮৭ হাজার টাকা আয় করা সম্ভব হত।”

লাশগুলোর মধ্যে আবুধাবি থেকে ২৭ জন, দোহা থেকে ৮ জন, দাম্মাম থেকে ৯৩ জন, দুবাই থেকে ৫৯ জন, কুয়ালালামপুর থেকে ৬২ জন, জেদ্দা থেকে ৩২ জন, কুয়েত থেকে ৯১ জন, মাসকাট থেকে ১৭৩ জন ও রিয়াদ থেকে ৩১৬ জন প্রবাসীর লাশ দেশে আনা হয়।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এএম মোসাদ্দিক আহমেদ বলেন, “বিমান সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ দয়িত্ব পালন করছে।”