ঢাকায় ফানুস উড়াতে পুলিশের মানা

নিরাপত্তার কারণ দেখিয়ে খ্রিস্টীয় নতুন বছরের উৎসবে লাগাম টানা নিয়ে সমালোচনার রেশ কাটতে না কাটতেই নগরবাসীর ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Jan 2018, 01:17 PM
Updated : 6 Jan 2018, 01:17 PM

এখন থেকে ঢাকায় ফানুস উড়ানো নিষিদ্ধের কথা জানিয়ে নির্দেশনার ব্যত্যয়ে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

শনিবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

এতে বলা হয়, “ইদানিং লক্ষ করা যাচ্ছে যে, কিছু কিছু ব্যক্তি বা গোষ্ঠী বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গা থেকে আকাশে ফানুস উড়িয়ে দিচ্ছেন। এসব ফানুসে কেরোসিন দ্বারা প্রজ্জ্বলিত বাতি থাকায় এগুলো অনির্বাপিত অবস্থায় জনবহুল মহানগরীর বিভিন্ন জায়গায় পতিত হচ্ছে। এতে অগ্নিকাণ্ডসহ নানাবিধ নিরাপত্তাজনিত হুমকির সৃষ্টি হচ্ছে। মহানগরীতে ফানুস উড়ানো অব্যাহত রাখলে যে কোনো সময় বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে।

“এ অবস্থায় ঢাকা মেট্রোপলিটন এলাকায় যে কোনো ধরনের ফানুস উড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। এর ব্যত্যয় হলে নগরবাসীর নিরাপত্তা রক্ষায় ফৌজদারি কার্যবিধি অনুসারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বৌদ্ধদের ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমার অন্যতম আকর্ষণ থাকে ফানুস উড়ানো, যা অনেকের কাছেই আগ্রহের। এছাড়া থার্টি ফার্স্ট নাইটসহ বিভিন্ন আনন্দ উৎসবে ফানুস উড়ানো হয়ে থাকে।

২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান ক্যাফেতে নজিরবিহীন জঙ্গি হামলার পর বিভিন্ন উৎসবে বাড়তি সতর্কতা নিয়ে আসছে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনী।

এরপর দুই থার্টি ফার্স্টেই ঢাকায় উন্মুক্ত স্থানে সব ধরনের আয়োজন নিষিদ্ধ করে পুলিশ। এ বছর ঢাকার মোড়ে মোড়ে তল্লাশির পাশাপাশি বাসা-বাড়ির ছাদেও করতে বারণ করা হয়।

তবে ঘড়ির কাটা রাত ১২টা পেরোনোর সঙ্গে সঙ্গে ঢাকার প্রায় সব জায়গায় বিভিন্ন ভবন থেকে আতশবাজি ও ফানুস উড়িয়ে ঢাকার আকাশ আলোকিত হয়।

এর মাধ্যমে সাধারণ মানুষ পুলিশের বাড়তি কড়াকড়ির জবাব দিয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেন অনেকে।