অতীতের সাফল্য এগিয়ে নিতে চান মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ
জ্যেষ্ঠ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jan 2018 10:30 PM BdST Updated: 02 Jan 2018 10:30 PM BdST
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে পদোন্নতি পেয়ে মন্ত্রী হওয়া নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, মন্ত্রণালয়ের অতীতের সাফল্য তিনি আরও এগিয়ে নিতে চান।
মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছ থেকে মন্ত্রী হিসেবে শপথ নেন খুলনার এই সংসদ সদস্য।
একই অনুষ্ঠানে নতুন মন্ত্রী হিসেবে শপথ নেন তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তা মোস্তাফা জব্বার এবং লক্ষ্মীপুরের সাংসদ এ কে এম শাহজাহান কামাল। এছাড়া রাজবাড়ীর এমপি কাজী কেরামত আলী শপথ নেন প্রতিমন্ত্রী হিসেবে।
তাদের কে কোন দপ্তর পাচ্ছেন তার আনুষ্ঠানিক ঘোষণা আসবে বুধবার। তবে নারায়ন চন্দ্র চন্দ আগের দপ্তরেই থাকছেন বলে আভাস মিলেছে তার কথায়।
শপথ নেওয়ার পর রাতে বঙ্গভবন থেকে বেরিয়ে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নারায়ন চন্দ্র।
পরে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “আমরা মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। অল্প দিনের মধ্যেই এর আনুষ্ঠানিক ঘোষণা দেব। প্রাণিসম্পদেও আমরা অনেক দূর এগিয়েছি। মাংস উপাদন ৭ গুণ বেড়েছে। অতীতের এসব অর্জন ধরে রাখা এবং নতুন নতুন বিষয় সংযোজন করা হবে।”
২০১৪ সালের নির্বাচনে জিতে আওয়ামী লীগ টানা দ্বিতীয়বারের মত সরকার গঠন করলে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর দায়িত্ব পান মুহাম্মদ ছায়েদুল হক, প্রতিমন্ত্রীর দায়িত্ব পান নারায়ন চন্দ্র চন্দ। ছায়েদুল হকের মৃত্যুতে গত মাসের মাঝামাঝি সময়ে এ মন্ত্রণালয়ের মন্ত্রী পদটি শূন্য হয়।
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার উলা গ্রামে ১৯৪৫ সালের ১২ মার্চ জন্ম নেওয়া নারায়ন চন্দ্র পড়ালেখা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ডুমুরিয়ার একটি মাধ্যমিক বিদ্যালয়ে তিনি শিক্ষকতা করেছেন দীর্ঘদিন।
ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের এই সাবেক সভাপতি ভাণ্ডাররপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।
খুলনার ডুমুরিয়া-ফুলতলা আসন থেকে তিনবার আওয়ামী লীগের টিকেটে সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি।
-
আনিসের আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
-
বাড্ডায় কভার্ডভ্যান চাপায় দুজনের মৃত্যু
-
রাজধানীতে গ্যাসের আগুনে মা-ছেলে দগ্ধ
-
বিশ্বব্যাংকের অর্থায়নে পদ্মা সেতু দুই যুগেও হত না: তাজুল
-
সিলেটের বন্যার ক্ষতি নিজের জীবদ্দশায় পূরণ না হওয়ার শঙ্কা পরিকল্পনামন্ত্রীর
-
ঢাকায় কলেরার টিকা পেল ২৩ লাখের বেশি মানুষ
-
সব বিশ্ববিদ্যালয়ে ‘র্যাগ ডে’ বন্ধের নির্দেশনা ইউজিসির
-
ই-অরেঞ্জের প্রতারণা: সোহেল রানার বিরুদ্ধে মামলা করবে দুদক
-
গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
-
বাড্ডায় কভার্ডভ্যান চাপায় দুজনের মৃত্যু
-
রাজধানীতে গ্যাসের আগুনে মা-ছেলে দগ্ধ
-
নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
-
বন্যায় বসতঘর পরিণত বীজতলায়, বছরের খোরাকি হাঁসের আধার
-
বিশ্বব্যাংকের অর্থায়নে পদ্মা সেতু দুই যুগেও হত না: তাজুল
সর্বাধিক পঠিত
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ