নিজের কেন্দ্রেই ঝন্টুর হার

নিজের কেন্দ্রেই ভোটে হেরেছেন রংপুর সিটি করপোরেশনের বিদায়ী মেয়র ও ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2017, 02:09 PM
Updated : 21 Dec 2017, 07:03 PM

ওই কেন্দ্রে তার চেয়ে ১২৫ ভোট বেশি পেয়েছেন জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা।

বৃহস্পতিবার দিনভর ভোটগ্রহণের পর ফল ঘোষণা শুরু হয় রংপুর সিটি নির্বাচনের।

সন্ধ্যার পরপরই রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার ২৪ নম্বর ওয়ার্ডের সালেমা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ফল ঘোষণা করেন।

কেন্দ্রটিতে ঝন্টু নৌকা প্রতীকে পেয়েছেন ৩৯৪ ভোট। লাঙ্গল প্রতীকে মোস্তফা পেয়েছেন ৫১৯ ভোট।

সকালে এই কেন্দ্রে ভোট দেওয়ার পর আওয়ামী লীগ প্রার্থী ঝন্টু বলেছিলেন, “ভোট সুষ্ঠু হচ্ছে। ভোট এভাবে শেষ পর্যন্ত সুষ্ঠু হলে আমি জিতব। জনগণ যে রায় দেবে, তা আমি মেনে নেব।”

১৯৩টি কেন্দ্রের ফল মধ্যরাতে ঘোষণার পর দেখা যায়, জাতীয় পার্টির মোস্তফা আওয়ামী লীগের ঝন্টুর চেয়ে ৯৮ হাজার বেশি ভোট পেয়ে জিতেছেন। 

মোস্তফা নিজের কেন্দ্র ২২ নম্বর ওয়ার্ডের আলমনগর কলেজ রোড সরকালি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও বড় ব্যবধানে জেতেন।

এ কেন্দ্রে মোস্তফার লাঙ্গল প্রতীক পেয়েছে ১ হাজার ৫৭৫ ভোট। আর ঝন্টুর নৌকা প্রতীক পেয়েছে ২৫৪ ভোট।