ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে কর্মসূচি বামদের

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির প্রতিবাদ এবং পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী ঘোষণার দাবিতে দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2017, 12:56 PM
Updated : 16 Dec 2017, 12:56 PM

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এই বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের অনেক মিত্র দেশ ও মুসলিম রাষ্ট্রগুলোর আহ্বান উপেক্ষা করে গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতির ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

তার এই ঘোষণার পর থেকেই ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘাত চলছে, যাতে এরইমধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত সাতজন।

খ্রিস্টান, মুসলিম ও ইহুদিদের কাছে পবিত্র নগরী জেরুজালেম নিয়ে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে বিরোধ চলছে দীর্ঘদিন ধরে। দীর্ঘ দিন ধরে জেরুজালেমকে রাজধানী দাবি করে আসছে ইসরায়েল। অপরদিকে আল আকসা মসজিদসহ অনেক ধর্মীয় স্থাপনার পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী করতে চান ফিলিস্তিনিরা। 

মহিউদ্দিনের মৃত্যুতে সিপিবির শোক

চট্টগ্রামের সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম।

এক বিবৃতিতে শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও সমর্থকদের প্রতি সমবেদনা জানান তারা।