রোগ নির্ণয়ের অভাবে হৃদরোগে মৃত্যুতে রাষ্ট্রপতির উদ্বেগ

দেশে রোগনির্ণয়ের অভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে অনেক মানুষের মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Dec 2017, 03:57 PM
Updated : 15 Dec 2017, 04:01 PM

রাজধানীর একটি হোটেলে ‘কার্ডিওলজি অ্যান্ড কার্ডিয়াক সার্জারি’ বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনে রাষ্ট্রপতি এ রোগ প্রতিরোধে সচেতন হওয়ারও আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, হৃদরোগের আধুনিক চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় সাধারণ মানুষ এর সুফল পাচ্ছে না। দক্ষিণ এশিয়ার বেশিরভাগ মানুষের এই বিশাল অঙ্ক ব্যয় করার সামর্থ নেই।

“রোগনির্ণয়ের অভাবে অনেক মানুষ এ রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। বাংলাদেশের নীতিপ্রণেতারা এ বিষয়ে গভীর উদ্বেগের মধ্যে আছেন।”

‘প্রতিরোধ রোগের চিকিৎসার চেয়ে ভালো’ প্রবাদের কথা স্মরণ করিয়ে দিয়ে আবদুল হামিদ বলেন, আমাদের এদিকে নজর দেওয়া দরকার।

চিকিৎসক, নীতিপ্রণেতা, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যম ও সংশ্লিষ্ট সবার যৌথ উদ্যোগে হৃদরোগ প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধি; তার সঙ্গে গবেষণা ও উদ্ভাবন এই স্বাস্থ্যঝুঁকি কমাতে পারে বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি।

ল্যাবএইড হাসপাতালের আয়োজনে অন্যদের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, ল্যাবএইডের এমডি এএম শামীম ও সম্মেলনের সভাপতি অধ্যাপক আবদুজ জাহের বক্তব্য দেন।