রাজধানীতে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

রাজধানীর মহাখালী এলাকার বাড়ি থেকে এক বৃদ্ধার গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Dec 2017, 10:35 AM
Updated : 15 Dec 2017, 10:51 AM

নিহত মিলু গোমেজ (৬৫) মহাখালীর আরজতপাড়া এলাকার ফিলবার্ড অনিল গোমেজের (৭০) স্ত্রী।

শুক্রবার সকালে আরজতপাড়ার বাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করা হয় বলে তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে পুলিশ। বাড়ির তিনতলায় ড্রইং রুমের দরজার সামনে মৃতদেহটি পড়ে ছিল।

নিহত বৃদ্ধার স্বামী অনিল গোমেজ ওই বাড়ির মালিক জানিয়ে পুলিশ বলছে, বাড়ির বিভিন্ন ফ্ল্যাটে ভাড়াটিয়া থাকলেও বাড়িওয়ালার ফ্ল্যাটে বৃদ্ধ দম্পতি অনিল ও মিলুই থাকতেন।

পুলিশ পরিদর্শক সেন্টু মিয়া বলেন, ওই এই বাড়িতে স্বামী স্ত্রী ছাড়া আর কেউ থাকেন না। সকাল বেলা বাড়ির ভাড়াটিয়ারা পানি না পেয়ে সকাল ৯টার দিকে বাড়িওয়ালা অনিল গোমেজের ফ্ল্যাটে গিয়ে ডাকাডাকি করেন।

কিছুক্ষণ পর প্রায় ৭০ বছর বয়সের অনিল দরজা খুলে দিলে ভাড়াটিয়ারা বৃদ্ধার রক্তাক্ত লাশ দেখতে পান।

এর পরেই ভাড়াটিয়ারা পুলিশকে খবর দেয় জানিয়ে তিনি বলেন, ঘটনাস্থল থেকে বাড়ির কাজে ব্যবহার করা একটি চাকু উদ্ধার করা হয়েছে। বাড়ির দরজা-জানালা ভাঙা বা কোনো মালামাল খোয়া যাওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

পুলিশ বলছে, সকাল ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে মিলু গোমেজকে হত্যা করা হয়েছে বলে তাদের ধারণা।

কে বা কারা তাকে হত্যা করেছে, সে বিষয়ে অনিলকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে জানিয়ে সেন্টু মিয়া বলেন, অনিলের শরীরে আঁচড়ের দাগ পাওয়া গেছে। তবে জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে এখন পর্যন্ত স্পষ্ট কিছু পাওয়া যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।