বিজয় দিবসে যে যে সড়কে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ

বিজয় দিবসে জাতীয় প্যারেড স্কয়ারে সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠানের কারণে ওই এলাকার কয়েকটি সড়কে যানবাহন চলাচল থাকবে নিয়ন্ত্রিত।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2017, 02:55 PM
Updated : 14 Dec 2017, 02:55 PM

ঢাকা মহানগর পুলিশ শনিবারের ওই অনুষ্ঠানের অতিথিদের ছাড়া অন্য সবাইকে গাড়ি নিয়ে সকাল ৭টা হতে দুপুর ১টা পর্যন্ত বিকল্প সড়কে চলাচলের অনুরোধ করেছে।

যে সব সড়ক ব্যবহার করার কথা বলা হয়েছে, সেগুলো হল

>> খেজুর বাগান ক্রসিং হতে উড়োজাহাজ ক্রসিং-রোকেয়া সরণী হয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বর পর্যন্ত।

>> শ্যামলী শিশু মেলা ক্রসিং হতে আগারগাঁও লাইট ক্রসিং হয়ে রোকেয়া সরণী পর্যন্ত।

>> প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের নতুন সড়ক দিয়ে আগারগাঁও লিংক রোড পর্যন্ত।

>> বিজয় সরণী ক্রসিং-উড়োজাহাজ ক্রসিং, ক্রিসেন্ট লেক হয়ে গণভবন ক্রসিং পর্যন্ত

>> প্রতিরক্ষা মন্ত্রণালয় গ্যাপ/শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় গ্যাপ হতে গণভবন স্কুল ক্রসিং হয়ে পরিকল্পনা কমিশন হয়ে বিআইসিসি ক্রসিং পর্যন্ত।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের আমন্ত্রণপত্রের সঙ্গে সরবরাহ করা স্টিকার গাড়ির উইন্ড স্ক্রিনে যথাযথ স্থানে প্রদর্শন করতে বলেছে পুলিশ। পাশাপাশি আমন্ত্রণপত্রের সঙ্গে দেওয়া পথ নির্দেশনা অনুযায়ী নির্ধারিত ফটক দিয়ে প্যারেড স্কয়ারে ঢুকতে বলা হয়েছে।

একই সঙ্গে নির্দেশিত স্থানে গাড়ি রাখতে এবং চালকদের গাড়ির কাছে থাকতে পরামর্শ দেওয়া হয়।

শনিবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ উপলক্ষে ঢাকা হতে আমিন বাজার হয়ে সাভার স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে যানচলাচলেও কিছুটা নিয়ন্ত্রণ করা হবে।

ওই দিন ভোর সাড়ে ৪টা হতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধে যাবেন।  

এ জন্য ভোর ৩টা থেকে সকাল ৯টা পর্যন্ত বাস, মিনিবাস, ট্রাক, লরীসহ বড় গাড়িগুলোতে গাবতলী-আমিন বাজার- সাভার সড়ক বাদ দিয়ে বিকল্প রাস্তা হিসেবে ঢাকা বিমানবন্দরে সড়ক-আব্দুল্লাহপুর ক্রসিং-আশুলিয়া সড়ক ব্যবহার করতে বলেছে পুলিশ।

একইভাবে আরিচা হতে আমিন বাজার হয়ে ঢাকাগামী যানবাহনগুলোকে ওই সময় নবীনগর বাজার হতে আশুলিয়া হয়ে ঢাকায় ঢুকতে বলা হয়েছে।