গাজীপুরে দোকান মালিক হত্যায় কর্মচারীর ফাঁসি বহাল

গাজীপুরের জয়দেবপুরে এক দোকান মালিক হত্যার ঘটনায় তার কর্মচারীর মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট। 

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Dec 2017, 03:50 PM
Updated : 12 Dec 2017, 03:50 PM

আসামি শহিদুল ইসলামের আপিল খারিজ করে এবং নিম্ন আদালতের দেওয়া সাজা কার্যকরের অনুমতি দিয়ে বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এ রায় দেয়।

হাই কোর্টে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী মোমতাজ উদ্দীন আহমদ মেহেদী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ, সহকারী অ্যাটর্নি জেনারেল নির্মল কুমার দাস ও মিয়া মো. শামীম আহসান।

মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ৪ জানুয়ারি গাজীপুরের জয়দেবপুরের থানার কড্ডা কাঁঠালিয়া গ্রামের শরিফুল ইসলামকে ছুরি মেরে হত্যা করেন তারই দোকানের কর্মচারী শহিদুল। শরিফুলের কাছে থাকা ৯২ হাজার টাকাও তিনি নিয়ে যান।

ওই ঘটনায় শরিফুলের বাবা কামাল হোসেন এই হত্যা মামলা দায়ের করেন। ওই বছর ১৩ সেপ্টেম্বর গাজীপুরের দায়রা জজ আদালত আসামি শহিদুলকে মৃত্যদণ্ড দেয়।

ওই রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে হাই কোর্টে আপিল করেন আসামি শহিদুল। একইসঙ্গে মৃত্যদণ্ড কার্যকরের (ডথ রেফারেন্স) অনুমোদন চেয়ে আবেদন রাষ্ট্রপক্ষ।

হাই কোর্টের রায়ের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ বলেন, বিচারিক আদালতের দেওয়া দণ্ড হাই কোর্ট অনুমোদন করেছে। আসামির আপিল খারিজ হয়ে গেছে।