বাড্ডায় যুবকের মৃত্যু, কারণ নিয়ে দুই কথা

ঢাকার বাড্ডায় এক যুবকের মৃত্যুর পর কারণ নিয়ে ভিন্ন বক্তব্য এসেছে তার পরিবার ও এক ঘনিষ্ঠজনের কাছ থেকে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Dec 2017, 02:32 PM
Updated : 12 Dec 2017, 02:32 PM

মাথায় গুরুতর জখম নিয়ে উজ্জ্বল সরকার (৩২) নামের ওই যুবককে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ফাইল ছবি

সুমন নামে এক যুবক তাকে হাসপাতালে নিয়ে আসেন জানিয়ে মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বলেন, সুমন নিজেকে উজ্জ্বলের বন্ধু পরিচয় দিয়েছে।

“সে বলেছে, উজ্জ্বল নিজের ফ্ল্যাটে পিস্তলের গুলিতে আত্মহত্যা করেছে।”

রড-সিমেন্ট ব্যবসায়ী উজ্জ্বল মেরুল বাড্ডার দক্ষিণ আনন্দনগরে একটি পাঁচতলা ভবনের তিনতলার একটি ফ্ল্যাটে থাকতেন।

এ বিষয়ে জানতে চাইলে বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই ফ্ল্যাটে কোনো আগ্নেয়াস্ত্র পাওয়া যায়নি। উজ্জ্বলের মা পুলিশকে জানিয়েছে, স্ত্রীর সঙ্গে ঝগড়া করে দেয়ালে মাথা ঠুকিয়ে সে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিলে মারা যায়।”

মেডিকেল ফাঁড়ির এসআই বাচ্চু বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে তার মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়েছে। ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।”

মহানগর পুলিশের বাড্ডা জোনের সহকারী কমিশনার মো. আশরাফুল করীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিহতের পরিবার মাথায় আঘাত পেয়ে মারা গেছে বলে জানালেও ধারণা করা হচ্ছে গুলিতে তার মৃত্যু হয়েছে।”

ছেলের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে আসেন উজ্ব্লের বাবা আব্দুল আউয়াল। তবে তিনি ছেলের মৃত্যু নিয়ে স্পষ্ট কিছু বলতে পারেননি।