দুর্নীতির মামলায় কারাগারে বেবিচকের নির্বাহী প্রকৌশলী

প্রায় আড়াই কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত দুই সম্পদ অর্জনের মামলায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচকের) নির্বাহী প্রকৌশলী আছির উদ্দিনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Dec 2017, 12:41 PM
Updated : 12 Dec 2017, 12:41 PM

মঙ্গলবার বিকালে তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) মনজুর আলম।

অন্যদিকে তার পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী সাঈদুর রহমান মানিক।

নির্বাহী প্রকৌশলী আছির উদ্দিন

শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম আহসান হাবীব আসামির জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা সহিদুর রহমান জানান।

এর আগে মঙ্গলবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে দুদকের পরিচালক সৈয়দ ইকবালের নেতৃত্বে একটি দল।

দুই কোটি ৪৮ লাখ ৭৮ হাজার ৫৯৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বাড়ির নির্মাণের প্রকৃত ব্যয়ের চেয়ে ৬৩ লাখ ২৫ হাজার ৭৪১ টাকা কম দেখানোর অভিযোগে গত ১৪ মে রাজধানীর রমনা থানায় মামলাটি করে দুদক।

এর আগে গত বছরের ৯ নভেম্বর আছির উদ্দিনকে সম্পদ বিবরণী দাখিল করতে দুদক নোটিস দেওয়ার পর ২৯ নভেম্বর তিনি তা দাখিল করেন।