দুর্নীতির মামলায় বেবিচকের নির্বাহী প্রকৌশলী গ্রেপ্তার

জ্ঞাত আয়বহির্ভূত দুই কোটি টাকার বেশি সম্পদ অর্জনের মামলায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচকের) এক প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Dec 2017, 07:24 AM
Updated : 12 Dec 2017, 08:12 AM
গ্রেপ্তারকৃত মো. আছির উদ্দিন বেবিচকের ইঅ্যান্ডএম বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত।

মঙ্গলবার সকালে দুদকের উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মনজুর আলম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করেন।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রনবকুমার ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে আছির উদ্দিন ভিত্তিহীন ও মিথ্যা তথ্য দিয়েছেন। পর্যালোচনা করে দেখা যায়, তিনি দুই কোটি ৪৮ লাখ ৭৮ হাজার ৫৯৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

এছাড়া রাজধানীর উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের ২৪ নম্বরের চারতলা যে বাড়িটি তিনি তৈরি করেছেন, সম্পদ বিবরণীতে সেটার প্রকৃত নির্মাণব্যয়ের চেয়ে ৬৩ লাখ ২৫ হাজার ৭৪১ টাকা কম দেখানো হয়েছে।

এসব অভিযোগে গত ১৪ মে রাজধানীর রমনা থানায় দুদকের উপপরিচালক মাহফুজা খাতুন বাদি হয়ে মামলাটি করেন।

এর আগে গত বছরের ৯ নভেম্বর আছির উদ্দিনকে সম্পদ বিবরণী দাখিল করতে দুদক নোটিস দেওয়ার পর ২৯ নভেম্বর তিনি তা দাখিল করেন।