সম্মিলিত সাংস্কৃতিক জোটের সপ্তাহব্যাপী বিজয় উৎসব

ইউনেস্কোর ‘মেমরি ওব দ্য ওয়ার্ল্ড’ এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের স্বীকৃতিতে সপ্তাহব্যাপী (১৩-১৯ ডিসেম্বর) বিজয় উৎসব করবে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Dec 2017, 12:50 PM
Updated : 11 Dec 2017, 12:50 PM

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।

‘৭ই মার্চ মুক্তি ও স্বাধীনতার ডাক বাংলার ঘরে ঘরে, ৭ই মার্চ সম্পদ আজ বিশ্ব মানবের তরে’ স্লোগান নিয়ে জোট সপ্তাহব্যাপী বিজয় উৎসব-২০১৭ আয়োজন করছে। 

১৩ ডিসেম্বর বিকাল ৪টায় জাতীয় শহীদ মিনারে সংস্কৃতির বিভিন্ন শাখায় অগ্রজ অগ্রগণ্য নারীদের দ্বারা উদ্বোধন করা হবে এই উৎসবের। গান, নৃত্য, আবৃত্তি প্রভৃতির সমন্বয়ে সাজানো হবে এই অনুষ্ঠান। সবশেষে থাকবে বিরঙ্গনাদের কথা। 

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, “স্বৈরাচারবিরোধী আন্দোলন ও স্বৈরাচার সরকারের পতন এবং বিজয় দিবস পালনের লক্ষ্যে এই উৎসবের আয়োজন করা হয়েছিল ১৯৯০ সালে। 

“আমরা কোনো উপলক্ষ্য ছাড়া বিজয় উৎসব উদযাপন করিনা। এবারের উৎসবে প্রায় দুইশোটির মত সাংস্কৃতিক সংগঠন এবং তিন হাজারের মত শিল্পী অংশগ্রহণ করবে।”

উৎসবে প্রতিদিন বিকাল ৪টায় ঢাকাসহ সারাদেশের বিভিন্ন জায়গায় এই উৎসব পালন উপলক্ষ্যে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে অনুষ্ঠান করা হবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফসহ আরো অনেকে।