মিয়ানমারের উপর ‘চাপ অব্যাহত রাখবে’ যুক্তরাজ্য

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে যুক্তরাজ্য মিয়ানমারের উপর চাপ প্রয়োগ অব্যাহত রাখবে বলে দেশটির একজন মন্ত্রী জানিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2017, 03:30 PM
Updated : 26 Nov 2017, 03:30 PM

ঢাকা সফররত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী পেনি মরডান্ট রোববার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে একথা বলেন।

সাক্ষাত শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে জানান।

বৈঠকে যুক্তরাজ্যের মন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘ সম্মেলনে শেখ হাসিনার দেওয়া পাঁচ দফা প্রস্তাবের পক্ষে প্রথম দিকেই সম্মতি জানায় তার দেশ।

মিয়ানমার থেকে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকারের প্রশংসা করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, মানবিক কারণে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ। তবে তাদের দীর্ঘ সময়ের জন্য আশ্রয় দেওয়া বাংলাদেশের পক্ষে সম্ভব নয়।

বাংলাদেশ থেকে নাগরিকদের ফিরিয়ে নিতে মিয়ানমার সম্মত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন শেখ হাসিনা।

এ বিষয়ে দুই দেশের মধ্যে সম্মতিপত্র সই হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, মিয়ানমারে তাদের নাগরিকদের ফেরাতে দুই দেশের মধ্যে এখন একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে।

দ্বিপক্ষীয় এই চুক্তির পক্ষে বলতে গিয়ে পার্বত্য শান্তি চুক্তির কথা তুলে ধরেন শেখ হাসিনা।

তিনি বলেন, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়াই সেখানে শান্তি চুক্তি হয়েছে এবং বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ারাও দেশে ফিরেছে।

পালিয়ে আসা রোঙ্গিাদের মিয়ানমারের ঠিকানায় পরিচয়পত্র ইস্যু করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।

সাক্ষাতে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম উপস্থিত ছিলেন।