‘নো বিসিএস নো ক্যাডার’ দাবিতে কর্মবিরতির ডাক

জাতীয়করণ করা কলেজের শিক্ষকদের বিসিএস ক্যাডার পদমর্যাদার শিক্ষকদের সমান পদমর্যাদা ও সুযোগ-সুবিধা না দেওয়ার দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2017, 02:22 PM
Updated : 24 Nov 2017, 02:22 PM

শুক্রবার ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এই দাবিতে সমাবেশ করেন বিসিএস পাস করা শিক্ষকরা।

ওই সমাবেশ থেকে আগামী ২৬ ও ২৭ নভেম্বর এবং ৬, ৭ ও ৮ জানুয়ারি সারা দেশে কর্মবিরতির ডাক দেওয়া হয়।

সমাবেশে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি মহাসচিব মো. শাহেদুল কবির চৌধুরী বলেন, “বিধিমালা জারি না করে মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন এবং জাতীয় শিক্ষানীতির আলোকে আমাদের যে রিক্রুটমেন্ট রুলস-১৯৮১ এবং ক্যাডার কম্পোজিশন রুলস-১৯৮০ আছে তার ব্যত্যয় ঘটিয়ে কোনো কলেজকে জাতীয়করণ বা সরকারিকরণ যা-ই করা হোক না কেন তাৎক্ষণিকভাবে সারা দেশে শিক্ষা প্রশাসনসহ সকল কলেজে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলবে।”

দেশের যেসব উপজেলায় সরকারি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় নেই, সেখানে একটি করে কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করছে সরকার।

সমাবেশে বক্তারা বলেন, এর মাধ্যমে সারা দেশে ৩২৫টি বেসরকারি স্কুল এবং ৩১৫টি বেসরকারি কলেজ জাতীয়করণ হচ্ছে।

জাতীয়করণের ফলে ওই সব কলেজের শিক্ষকরা নিজেদের ক্যাডার কর্মকর্তা বলে দাবি করছেন অভিযোগ করে শাহেদুল কবির বলেন, “অতীতেও আমাদের ক্যাডারে আত্মীকৃত হয়েছে, কিন্তু আমরা বলতে চাই বর্তমান সমিতি জাতীয়করণের মাধ্যমে আত্মীকরণকে কোনোভাবেই মেনে নেবে না।”

সারা দেশ থেকে আসা সহস্রাধিক শিক্ষকের এই সমাবেশ থেকে ‘বেসরকারি হতে জাতীয়করণের মাধ্যমে সরকারি’ হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য আলাদা নীতিমালা প্রণয়ন, জাতীয়করণকৃত কলেজের শিক্ষকদের নন-ক্যাডার বিবেচনা করে নতুন বিধিমালা তৈরি, তাদের চাকরি বদলিযোগ্য না করা, বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের জ্যেষ্ঠতা ও পদন্নোতিতে তাদের অন্তরায় না করা এবং বিসিএস পরীক্ষা ছাড়া কাউকে ক্যাডারভুক্ত না করার দাবি জানানো হয়।