বারী সিদ্দিকী ছিলেন এদেশের একজন কীর্তিমান ব্যক্তি: খালেদা

কণ্ঠশিল্পী বাঁশীবাদক বারী সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2017, 01:25 PM
Updated : 24 Nov 2017, 01:25 PM

শুক্রবার এক শোকবার্তায় তিনি বলেন, “তার মৃত্যুতে দেশ হারালো অসাধারণ একজন গুণী শিল্পীকে, যার অভাব সহজে পূরণ হওয়ার নয়। সংগীতে তার অবদান জাতি চিরদিন স্মরণে রাখবে।”

ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার গভীর রাতে এই কণ্ঠশিল্পী, গীতিকার,বাঁশিবাদকের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬৩ বছর।

এই শিল্পীর আত্মার মাগফেরাত কামনা করে বিএনপি চেয়ারপারসন তার বার্তায় বলেন, “তার গান এদেশের সংগীতপ্রেমী মানুষের হৃদয়কে নাড়া দিয়েছিল।… তার এ মৃত্যু সংগীতানুরাগী মানুষের জন্য অত্যন্ত মর্মস্পর্শী ও বেদনার।”

একাধারে সংগীত শিল্পী, গীতিকার ও বাঁশীবাদক বারী সিদ্দিকীকে এদেশের ‘কীর্তিমান সাংস্কৃতিক ব্যক্তিদের অন্যতম’ হিসেবে বর্ণনা করা হয় খালেদার শোকবার্তায়।

বিএনপি চেয়ারপারসন বলেন, “দেশের এই বরেণ্য সংগীত সাধক তার অক্লান্ত অধ্যাবসায় দ্বারা দেশের লোকসংগীত ও আধ্যাত্মিক ধারার গানের জগতকে করেছিলেন সমৃদ্ধ। সংগীতাকাশে তিনি ছিলেন এক উজ্জ্বল জ্যোতিষ্ক।”