রাজধানীতে কথিত বন্দুকযুদ্ধে ‘ডাকাত’ নিহত

রাজধানীর খিলগাঁওয়ে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2017, 04:12 AM
Updated : 24 Nov 2017, 04:12 AM

পুলিশ বলছে, বিল্লাল হোসেন নামে ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১০টি মামলা রয়েছে।

খিলগাঁও থানার ওসি মো. মশিউর রহমান বলেন, খিলগাঁওয়ের শেখের জায়গা এলাকায় শুক্রবার ভোর রাতে গোলাগুলির ওই ঘটনা ঘটে।

তার ভাষ্য, ডাকাতদের একটি দল অবস্থান করছে- এমন খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশের দিকে গুলি ছোড়ে। তখন পুলিশও পাল্টা গুলি চালায়।

“গোলাগুলির মধ্যে বিল্লাল আহত হয়। ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তার জানায়, বিল্লাল মারা গেছে।”

ওসি বলছেন, ঘটনাস্থল থেকে একটি শটগান ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছেন তারা। বিল্লালের মৃতদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।