সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসা সুবিধা পাবেন পুলিশ সদস্যরা

বাহিনীর সদস্যদের চিকিৎসা সুবিধার লক্ষ্যে সিঙ্গাপুরের ফেরার পার্ক হসপিটালের সঙ্গে একটি চুক্তি করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2017, 04:45 PM
Updated : 23 Nov 2017, 04:45 PM

বৃহস্পতিবার পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক এবং ফেরার পার্ক হসপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা পেং চাং মিয়েন এই সমঝোতা স্মারক সই করেন।

পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত এই স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আইজিপি বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকালে অনেক পুলিশ সদস্য মারাত্মক দুর্ঘটনার শিকার হন। আহত পুলিশ সদস্যদের চিকিৎসাসহ অন্যান্য সদস্যদের চিকিৎসা সেবা প্রদানে এ চুক্তি নব দিগন্তের সূচনা করবে।

পেং চাং মিয়েন বলেন, বাংলাদেশ পুলিশের মতো জনবান্ধব ও সেবাধর্মী একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে পেরে তারা আনন্দিত।

সমঝোতা স্মারকের আওতায় পুলিশ সদস্যগণ হ্রাসকৃতমূল্যে ফেরার পার্ক হসপিটালে বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা পাবেন।

প্রাথমিক পর্যায়ে এ চুক্তি আগামী ৬ মাস পর্যন্ত বহাল থাকবে। পরে উভয় প্রতিষ্ঠানের আলোচনার মাধ্যমে সমঝোতার ভিত্তিতে পুনরায় চুক্তি হবে বলে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সিআইডির অতিরিক্ত আইজি শেখ হিমায়েত হোসেন, অতিরিক্ত আইজি (প্রশাসন ও অপারেশনস্) মোখলেসুর রহমান, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া, রেলওয়ে রেঞ্জের অতিরিক্ত আইজি আবুল কাশেম, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজি নওশের আলী, অতিরিক্ত আইজি মহসিন হোসেন উপস্থিত ছিলেন।