বাংলাদেশকে রাজনৈতিক ও মানবিক সহায়তা দিয়ে যাবে কানাডা

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে রাজনৈতিক ও মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে কানাডা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2017, 02:53 PM
Updated : 22 Nov 2017, 02:53 PM

সফররত কানাডার আন্তর্জাতিক উন্নয়ন ও সম্পর্ক বিষয়ক মন্ত্রী মেরি ক্লদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে এই আশ্বাস দেন।

কানাডার এই মন্ত্রী বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। 

পরে এ বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান।

কানাডার মন্ত্রী মেরি ক্লদ বুধবার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনের অভিজ্ঞাতা প্রধানমন্ত্রীকে জানান। 

ইহসানুল করিম বলেন, “কানাডার প্রধানমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে তাদের রাজনৈতিক ও মানবিক সাহায্য অব্যাহত রাখার কথা বলেছেন।”

কয়েক লাখ রোহিঙ্গা বহু বছর ধরে বাংলাদেশে আশ্রয় নিয়ে থাকার মধ্যে গত ২৫ অগাস্ট রাখাইনে আবার সেনা অভিযানে রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা-ধর্ষণ এবং বাড়ি-ঘর পোড়ানো শুরু হলে বাংলাদেশে পালাতে শুরু করে রোহিঙ্গারা; এরই মধ্যে শরণার্থীর সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছে।

বাংলাদেশে মিয়ানমারের নাগরিকদের আশ্রয় দেওয়ায় সরকারের প্রশংসা করেন কানাডার মন্ত্রী। 

বৈঠকে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনী নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা হয় বলেও প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান।

পরে বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ এইচ এম আল মুতাইরি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

তিনি সৌদি বাদশাহর একটি চিঠি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। 

এসময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী উপস্থিত ছিলেন।