বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে নর্থসাউথে সাজ-সাজ রব

একুশতম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে চলছে জোর প্রস্তুতি, পুরো ক্যাম্পাস জুড়ে এখন সাজ সাজ রব।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2017, 05:17 PM
Updated : 21 Nov 2017, 06:05 AM

কুইজ, মিড টার্ম পরীক্ষা আর প্রেজেন্টেশনের চাপ সামলে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনের শিক্ষার্থীরা এখন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণকে রঙিন সাজে সাজিয়ে তুলেছেন।

নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২৪ ও ২৫ নভেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে এই আয়োজনটি।

পোস্টার, ব্যানার, ফেস্টুনে গোটা ক্যাম্পাসকে সাজিয়ে তুলেছে শিক্ষার্থীরা।

একদিকে একদল রঙতুলি নিয়ে ব্যস্ত শত শত পোস্টারকে বাহারি রঙ্গে রাঙ্গিয়ে তুলতে, আরেক দিকে কাঠ-পেরেক-হাতুড়ির খট-খট শব্দে বানিয়ে ফেলেছে বিশাল আকৃতির এক জাহাজ এক জাহাজ!  কেউ কার্ড-বোর্ড কেটে বানাচ্ছে পাখির আকৃতি, কেউ সেই পাখির আকৃতিকে জীবন্ত করে তুলেছে রঙের ছিটায়, আর পাশেই কেউ একজন গিটার হাতে গান দিয়ে এই পুরো দলকে বেধে ফেলছে কোনো এক চেনা সুরে।

প্রতিদিনের এই কাজের সঙ্গে সমান তালে মহড়া কক্ষে চলছে  অভিনয়, গান ও নাচের জন্য ঘণ্টার পর ঘণ্টা মহড়া।