সম্পদের হিসাব না দেওয়ায় সাবেক এএসপির কারাদণ্ড

সম্পদের হিসাব দাখিল না করার দুই বছর জেল খাটতে হচ্ছে পুলিশের বিশেষ শাখার (স্পেশাল ব্রাঞ্চ) অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক ভূঁইয়াকে।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2017, 04:18 PM
Updated : 20 Nov 2017, 04:18 PM

দুর্নীতি দমন কমিশনের এই মামলায় সোমবার ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক জালাল উদ্দিন আহাম্মদ আসামির উপস্থিতিতে এই দণ্ডাদেশ দেন।

আদালতের সাঁটলিপিকার খাদেমুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কারাদণ্ডের পাশাপাশি সাবেক এই এএসপিকে ১ লাখ টাকা জরিমানাও করেছেন বিচারক, অর্থ দিতে ব্যর্থ হলে তাকে আরও তিন মাস কারাভোগ করতে হবে।

মামলার রায়ের তথ্য অনুযায়ী, খালেক রাজধানীর খিলগাঁও থানার তিলপাপাড়া এলাকায় একটি ছয় তলা বাড়ির মালিক। তার ছেলের নামেও ১০ তলা বাড়ি রয়েছে।

২০১৪ সালের ২ ডিসেম্বর খালেকের সম্পদের হিসাব চেয়ে নোটিস দেয় দুদক।

তিনি হিসাব দাখিল না করায় ২০১৪ সালের ২৯ মার্চ রাজধানীর রমনা থানায় দুদকের উপ-পরিচালক রফিকুজ্জামান এই মামলা করেন।

এরপর দুদক তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। ২০১৬ সালের ৩ নভেম্বর খালেকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করে আদালত। ছয় জনের সাক্ষ্য নিয়ে সোমবার রায় দেন বিচারক।