কম্বলে লুকিয়ে ৩ কোটি টাকার সোনা শাহজালালে

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে তিন কোটি টাকা বেশি মূল্যের সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2017, 11:14 AM
Updated : 20 Nov 2017, 12:55 PM

আলম নামে ৪৫ বছর বয়সী ওই যাত্রী কুমিল্লার চৌদ্দগ্রামের বাসিন্দা। তিনি পেশায় নির্মাণশ্রমিক।

সোমবার বাহরাইন থেকে একটি ফ্লাইটে করে বিমানমন্দরে নামলে তল্লাশির পর তাকে আটক করা হয় বলে ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার সাইদুল ইসলাম জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সোমবার সকাল ৯টায় বাহরাইন থেকে গালফ এয়ারের জিএফ ২৪৮ ফ্লাইটে ঢাকায় আসেন আলম। গোপন সংবাদ পেয়ে গ্রিন চ্যানেলে তাকে আটকানো হলে তিনি সোনা বহনের কথা অস্বীকার করেন।

“পরে ব্যাগেজ স্ক্যান করে তার কাছে থাকা কম্বলের ভেতর থেকে ৫৮টি স্বর্ণবার পাওয়া যায়। এগুলোর মোট ওজন ছয় হাজার ৭০০ গ্রাম, যার আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ৩৫ লাখ টাকা।”

সাইদুল বলেন, বাহরাইনে সাইকেল মেরামতকারী হায়দার নামে একই এলাকার বাসিন্দা ও তার বন্ধু তাকে কম্বলটি দিয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন।

আলমের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।