কৃষকদের আইসিটিভিত্তিক সেবা উন্নয়নে কর্মশালা

কৃষকদের জন্য আইসিটিভিত্তিক গ্রাহক সেবার উন্নয়নে ঢাকায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2017, 07:54 PM
Updated : 19 Nov 2017, 07:54 PM

রাজধানীর সিক্স-সিজন হোটেলে শনিবার ক্যাটালিস্ট এবং বাংলাদেশ ক্রপ প্রটেকশন এসোসিয়েশনের (বিসিপিএ) আয়োজনে এই কর্মশালা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কৃষি সংক্রান্ত সঠিক তথ্য কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০১৫ সাল থেকে ক্যাটালিস্ট কয়েকটি এগ্রো ইনপুট সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে কাজ করে আসছে।

এই সেবার মাধ্যমে যে কোনো কৃষক, খুচরা বিক্রেতা এবং যে কেউ এই সেবার হটলাইনে একটি মিসড কল করে প্রয়োজনীয় তথ্য পেতে পারেন। এই সেবার হটলাইনে মিসড কল আসার পরপরই কল সেন্টার থেকে উক্ত নম্বরে কল ব্যাক করে প্রয়োজনীয় তথ্য প্রদান করা হয়।