বিদেশির অস্ত্র পরীক্ষার সময় গুলি বেরিয়ে শুল্ক কর্মকর্তা আহত

হজরত শাহজালাল বিমানবন্দরে ইউরোপীয় ইউনিয়নের এক প্রতিনিধির ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তার অস্ত্র পরীক্ষার সময় গুলি বেরিয়ে আহত হয়েছেন একজন শুল্ক কর্মকর্তা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2017, 04:02 PM
Updated : 19 Nov 2017, 04:57 PM

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সহকারী কমিশনার ভূঁইয়া মাহবুব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন।

রোববার সকালের এই ঘটনায় আহত শুল্ক কর্মকর্তা হলেন সহকারী রাজস্ব কর্মকর্তা রবিউল ইসলাম। তার ডান পায়ে গুলি লেগেছে।

ভূঁইয়া মাহবুব বলেন,সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের প্রধান ফেদেরিকো মঘেরিনির ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীর আগ্নেয়াস্ত্র থেকে গুলি বেরিয়ে আহত হন রবিউল।

“মিসেস ফেদেরিকার ১৭ থেকে ২০ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ অবস্থান করছেন। সকাল সাড়ে ৮টার দিকে ইউরোপ থেকে তার তিনজন নিরাপত্তা কর্মকর্তা ঢাকায় আসেন। এক নিরাপত্তা কর্মকর্তার একটি পিস্তল কাস্টমস কর্মকর্তাদের সামনে পরীক্ষার সময় দুর্ঘটনাবশত একটি গুলি বের হলে এআরও রবিউলের ডান পায়ে লাগলে তিনি সামান্য আহত হন।”

এই ঘটনায় বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান থানার ওসি নুর এ আজম।