বিশ্ব টয়লেট দিবসে শোভাযাত্রা ঢাবি ক্যাম্পাসে

বিশ্ব টয়লেট দিবসে ‘আমাদের অঙ্গীকার, পারফেক্ট হোক টয়লেট ব্যবহার’ স্লোগান নিয়ে শোভাযাত্রা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2017, 12:16 PM
Updated : 19 Nov 2017, 12:16 PM

রোববার সকাল ৯টায় দিকে ‘হারপুন লিকুইড ক্লিনার’ এর উদ্যাগে বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে এই শোভাযাত্রা শুরু হয়, শেষ হয় শাহবাগে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান শোভাযাত্রার উদ্বোধন করে বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরতেই বিশ্বব্যাপী এ দিবস পালন করা হয়। স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারে মানুষকে সচেতন করে তোলাই এর উদ্দেশ্য।

“যত্রতত্র মলমূত্র ত্যাগের নেতিবাচক প্রভাব সম্পর্কে মানুষকে আরও ভালোভাবে জানাতে হবে, যাতে মানুষ সচেতন হয়, পরিবেশ রক্ষা করে।”

সভ্য সমাজে একটি বাসার টয়লেটের অবস্থা দেখেই বাসিন্দাদের অবস্থা যাচাই করা যায় বলে তিনি মন্তব্য করেন।

কাজী এন্টারপ্রাইজের হেড অফ সেলস সোহেল হাওলাদার এবং ব্র্যান্ড ম্যানেজার সাজফিনা সিরাজসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা এ শোভাযাত্রায় অংশগ্রহণ করে।