হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে প্রতীকী অনশন

ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় গৃহকর বাড়ানোর প্রতিবাদে প্রতীকী অনশন করেছে কয়েকটি রাজনৈতিক সংগঠন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2017, 09:42 AM
Updated : 19 Nov 2017, 10:18 AM

রোববার বেলা ১১টার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করে সমাজতান্ত্রিক মজদুর পার্টি, গণমোর্চা, বাংলাদেশ আম-জনতা ইনসাফ পার্টি ও বাংলাদেশ দেশপ্রেমিক পার্টি।

কর্মসূচিতে বক্তারা বলেন, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন অযৌক্তিকভাবে হোল্ডিং ট্যাক্স বাড়িয়েছে। কারও কারও ওপর এ করের পরিমাণ ৩০ গুণ বেশি আরোপ করা হয়েছে। অতিরিক্ত এ গৃহকর শেষে ভাড়াটিয়াদের ওপরই চাপাবে বাড়িওয়ালারা। ফলে লাখ লাখ ভাড়াটিয়া দুর্ভোগে পড়বেন।

এই সুযোগে সিটি করপোরেশনের কমকর্তা-কর্মচারীরা ঘুষ-দুর্নীতিতে লিপ্ত হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন বক্তারা।

বাড়িওয়ালাদের অযৌক্তিক ভাড়া বাড়ানোসহ নানা দুর্ভোগ থেকে ভাড়াটিয়াদের বাঁচাতে ‘বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১’ এর কঠোর বাস্তবায়নের দাবি জানান তারা।

বাংলাদেশ দেশপ্রেমিক পার্টির চেয়ারম্যান অধ্যক্ষ  ডা. গোলাম মোর্শেদ হাওলাদারের সভাপতিত্বে কর্মসূচিতে বাংলাদেশ আমজনতা ইনসাফ পার্টির সভাপতি হাসান, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক সামছুল আলম, ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশের মহাসচিব কাজী আমানুল্লাহ মাহফুজ ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মীর মোফাজ্জল হোসেন বক্তব্য দেন।

অনুষ্ঠান পরিচালনা করেন গণমোর্চার সমন্বয়কারী মোহাম্মদ মাসুম।