শাহজালালে স্পাইস জেটের বিমানের চাকায় আগুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় কোম্পানি স্পাইস জেটের একটি বিমানের চাকায় অগ্নিকাণ্ড হয়েছে।তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Nov 2017, 10:38 AM
Updated : 17 Nov 2017, 10:39 AM

শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে আগুনের এ ঘটনার পর বিমানটির যাত্রা বাতিল করা হয় বলে জানান বিমানবন্দর আর্মড পুলিশের সহকারী পুলিশ সুপার তারিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, কলকাতাগামী উড়োজাহাজটি ট্যাক্সিওয়েতে থাকার সময় সেটির পেছনের চাকায় আগুন লাগে। আগুন লাগার মুহূর্তে উড়োহাজাটি ফায়ার স্টেশনের কাছে থাকায় তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলা হয়।

ফ্লাইটও বাতিলের বিষয়টি জানিয়ে পুলিশ কর্মকর্তা তারিক বলেন, “ফ্লাইটটি আর যায়নি। এর চাকা মেরামতের জন্য এটি এখনও এয়ারপোর্টে অবস্থান করছে। বিমানের যাত্রীদের একটি হোটেলে নিয়ে রাখা হয়েছে।”

বিমানটিতে ক্রু, পাইলট ও যাত্রী মিলে ৭০ জন আরোহী ছিলেন জানিয়ে তিনি বলেন, ‍“তারা সবাই অক্ষত আছেন।”