ঢাকা ট্রিবিউনের র‌্যাংকিংয়ে শীর্ষে ব্র্যাক বিশ্ববিদ্যালয়

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে বাংলা ট্রিবিউন-ঢাকা ট্রিবিউনের করা র‌্যাংকিংয়ে শীর্ষে এসেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2017, 07:01 PM
Updated : 10 Nov 2017, 07:01 PM
গবেষণার ভিত্তিতে এই র‌্যাংকিং করা হয়েছে জানিয়ে শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাংকিংয়ে ব্র্যাকের পরে অবস্থান হয়েছে নর্থ সাউথ ও ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের।

র‌্যাংকিংয়ে চতুর্থ স্থানে আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, পঞ্চম স্থানে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, ষষ্ঠ স্থানে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, সপ্তম স্থানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, অষ্টম স্থানে দ্য ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, নবম স্থানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং দশম স্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।   

ঢাকা ট্রিবিউন ও বাংলা ট্রিবিউনের পক্ষে ওআরজি কোয়েস্ট রিসার্চ লিমিটেড গবেষণাটি পরিচালনা করেছে।

গবেষণার প্রক্রিয়া নিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের ৮৩ টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে থেকে বিভিন্ন প্রক্রিয়ায় বাছাই করে নেওয়া হয় ৩২টি। সেগুলোর মধ্য থেকেই নির্ধারণ করা হয়েছে সেরা ২০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়।