‘লক্কর-ঝক্কর অটোরিকশা’ বাতিল চায় চালকরা

মেয়াদ উত্তীর্ণ অটোরিকশা রাস্তায় ‌‘বোমার সমতুল্য’ দাবি করে দ্রুত রাজধানীর সড়ক থেকে এসব গাড়ি বাতিলের দাবি জানিয়েছে ঢাকা জেলা অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Nov 2017, 09:44 AM
Updated : 3 Nov 2017, 10:39 AM

শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন থেকে মেয়াদ উত্তীর্ণ ‘লক্কর-ঝক্কর অটোরিকশা’ বাতিল ছাড়াও নতুন পাঁচ হাজার অটোরিকশা নামানোর দাবি জানানো হয়।

বক্তারা বলেন, নয় বছর মেয়াদের ১৩ হাজার অটোরিকশা এখন ১৫ বছর ধরে রাজধানীর রাস্তায় চলছে। মালিকপক্ষ এই গাড়ির মেয়াদ আরও বাড়ানোর পায়তারা করছে।

তারা বলছেন, এই ডিসেম্বরে ৫ হাজার ৬৬১টি অটোরিকশার মেয়াদও ১৫ বছর পূরণ হবে। কিন্তু মালিকরা এসব অটোরিকশার মেয়াদ আবারও বাড়াতে চায়।

মালিকদের এই চাওয়া সরকার যাতে পূরণ না করে সে দাবি জানান অটোরিকশা শ্রমিকরা।

এছাড়া বিআরটিএর অনুমোদনহীন উবার ও পাঠাওসহ সব ধরনের অ্যাপনির্ভর পরিবহন সেবা বন্ধসহ আট দফা দাবি তুলে ধরেন তারা।

ঢাকা জেলা অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আজিজুল হক মুক্ত ও সদস্য সচিব সাখাওয়াত হোসেন দুলাল মানববন্ধনে বক্তব্য দেন।

মানববন্ধন শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি মিছিল বের হয়।