পুরুষরা ১২ ঘণ্টা কাজ করলে নারীদের করতে হবে ১৬ ঘণ্টা: তারানা

সমতা আনতে নারীদের পুরুষদের চেয়ে বেশি কাজ করার উপর জোর দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2017, 06:35 PM
Updated : 22 Oct 2017, 06:35 PM

ঢাকা আইনজীবী সমিতি ভবনে রোববার টাঙ্গাইল আইনজীবী কল্যাণ সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি বলেন, “আমাদের দেশের নারীদের পুরুষের সমতায় যদি আসতে হয়, তবে পুরুষরা যদি ১২ ঘণ্টা কাজ করেন, নারীদের করতে হবে ১৬ ঘণ্টা।”

নারীদের এগিয়ে আনতে তাদের জন্য টেলিটকের বিনামূল্যের সিম অপরাজিতা চালুর কথা বলেন প্রতিমন্ত্রী।

“অনেকে আমার কাছে জানতে চেয়েছে, এর নাম অপরাজিতা কেন রাখা হল। আমি উত্তরে বলেছি, আমাদের দেশে মাত্র ১০ ভাগ নারীর ইন্টারনেট একসেস আছে। তাদের ইন্টারনেটের আওতায় আনার জন্য এই সুযোগ দেওয়া হয়েছে। তাদের আগ্রহী করার জন্য এর নাম দেওয়া হয়েছে অপরাজিতা।”

অভিনয় থেকে আইনজীবী পেশায় যুক্ত হওয়া তারানা সংসদে এই পেশার মানুষের সংখ্যা কমে যাওয়া নিয়ে হতাশার কথা বলেন অনুষ্ঠানে।

বর্তমান সামাজিক অবস্থা তুলে ধরে তিনি বলেন, “এখন সুবচন নির্বাসনে গেছে। যেমন ‘সদা সত্য কথা বলব’ , ‘লোভে পাপ পাপে মৃত্যু’- এসব কথা আর শোনা যায় না।”

এই অবস্থায়ও জ্যেষ্ঠ আইনজীবী কাউকে দেখলে নিজে পাশে সরে জায়গা করে দেন বলে জানান তারানা।

“আমার দুই সন্তানকে আমি শিখিয়েছি, আমার যদি মন্ত্রীর পরিচয় না থাকে তবে আমাকে কীভাবে মূল্যায়ন করবে?

“উত্তরে তারা বলেছে, ‘যদি  তোমার দুর্নীতি সম্পর্কে অভিযোগ থাকে, তাহলে আমরা সেটাকে ভালোভাবে নেব না। তোমার যোগ্যতা বিবেচনায় যদি মন্ত্রিত্ব চলে যায়, তাহলে আমাদের কোনো আপত্তি থাকবে না’।

অ্যাডভোকেট আমিনুল গণী টিটোর সভাপতিত্বে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী নূর মোহাম্মদ খান, আইনজীবী এ কে এম ফজলুল হক খান ফরিদ, কাজী নজিবুল্যাহ হীরু, বোরহান উদ্দিন প্রমুখ।