ঢাবি টিএসসিতে সময় বেঁধে দেওয়ার প্রতিবাদ সাবেক ছাত্রনেতাদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্রতিদিন রাত ৮টার মধ্যে কার্যক্রম বন্ধের নির্দেশনার প্রতিবাদ জানিয়েছেন সাবেক একদল ছাত্রনেতা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2017, 05:46 PM
Updated : 22 Oct 2017, 05:48 PM

রোববার এক বিবৃতিতে ডাকসুর সাবেক জিএস ডা. মুশতাক হোসেনসহ সাবেক এই ছাত্রনেতারা বলেছেন, মুক্ত চিন্তার সূতিকাগার খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘বদ্ধ চিন্তার কেন্দ্রে’ পরিণত করার অপচেষ্টা হচ্ছে।

টিএসসিকেন্দ্রিক সংগঠনগুলোর কার্যক্রম প্রতিদিন রাত ৮টার মধ্যে শেষ করতে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে নিদের্শনা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এতে ক্ষোভ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রভিত্তিক (টিএসসি) বিভিন্ন সংগঠনের কর্মীরা। এরপর সাবেক ছাত্রনেতাদের বিবৃতি এল।

বিবৃতিতে বলা হয়, “এতে সাম্প্রদায়িকতা, মৌলবাদ আর অন্ধকারের অপশক্তি উৎসাহিত হবে। এই সিদ্ধান্তের ফলে আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করার চক্রান্ত বাস্তবায়ন করা আরও সহজ হবে। দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও এ ধরনের পদ্ধতি অনুসরণ করতে চাইবে।”

পড়াশুনার পাশাপাশি সামাজিক-সাংস্কৃতিকসহ নানামুখী কর্মকাণ্ডে বিশ্ববিদ্যালয় পরিবারকে সম্পৃক্ত করতে প্রশাসনকে উদ্যোগী হওয়ার বদলে এখন উল্টো পথে হাঁটতে চাইছে বলেও মন্তব্য করা হয় বিবৃতিতে।

সাবেক ছাত্রনেতারা টিএসসিতে সময় বেঁধে দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

বিবৃতিদাতাদের মধ্যে মুশতাক হোসেন ছাড়াও রয়েছেন রুহিন হোসেন প্রিন্স, বজলুর রশিদ ফিরোজ, রাগিব আহসান মুন্না, রাজেকুজ্জামান রতন, আসলাম খান, হাসান হাফিজুর রহমান সোহেল, শরীফুজ্জামান শরীফ, হাসান তারিক চৌধুরী সোহেল, খালেকুজ্জামান লিপন, লুনা নূর, বাকি বিল্লাহ, খান আসাদুজ্জামান মাসুম, মানবেন্দ্র দেব, ফেরদৌস আহমেদ উজ্জ্বল, রফিকুল ইসলাম সুজন, নিখিল দাস, শামসুল আলম সজ্জন, জনার্দ্দন দত্ত নান্টু, বাপ্পাদিত্য বসু, আবুল কালাম আজাদ, হুসাইন আহমেদ তফসির, হাসান তারেক ও লাকী আক্তার।