জাদুঘরকে মুক্তিযুদ্ধের স্মারক উপহার ভারতের

জাতীয় জাদুঘরের অনুরোধে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের বেশ কিছু স্মারক উপহার দিয়েছে ভারত।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2017, 05:18 PM
Updated : 22 Oct 2017, 05:18 PM

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ রোববার সন্ধ্যায় গণভবনে এই স্মারকের মধ্যে থেকে একটি সার্ভিস রিভলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন।

ভারতের পক্ষ থেকে মুক্তিযুদ্ধে ব্যবহৃত একটি এম ফোর হেলিকপ্টার এবং দুটি পিটি ৭৬ ট্যাংক দেওয়া হয়েছে।

এছাড়া মুক্তিযুদ্ধে ব্যবহৃত বিভিন্ন ধরনের ২৫টি অস্ত্র দেওয়া হয়েছে।

এরমধ্যে রয়েছে; একটি দুই ইঞ্চি মর্টার, একটি এক’শো ছয় এমএম রিকোয়েলেস অ্যান্টি ট্যাংক গান, একটি ৪০ এমএম আরপিজি অ্যান্টি ট্যাংক গান, একটি রকেট লঞ্চার, সাত দশমিক ৬২ এমএম স্নাইপার রাইফেল, ব্রেন গান মার্ক টু, সাত দশমিক ৬২ এমএম রাইফেল, সাত দশমিক ৬২ সেলফ লোডিং রাইফেল, জিথ্রিপিথ্রি সাত দশমিক ৬২ এমএম রাইফেল, বেলজিয়ামের তৈরি সাত দশমিক ৬২ এমএম রাইফেল, নয় এমএম মার্ক টু স্টেনগান এবং নয় এমএম মেশিন গান।

এছাড়াও মিত্রবাহিনীর কাছে পাকিস্তান সেনাবাহিনীর মূল আত্মসমর্পণের দলিলের রঙিন ফটোকপি, ভারতের আশ্রয় নেওয়া শরণার্থীদের ত্রাণের জন্য প্রকাশিত ডাক টিকিটের রঙিন ফটোকপি, মুক্তিযুদ্ধের সময় বিমান থেকে ফেলা লিফলেটের রঙিন ফটোকপি, ভারতীয় বাহিনীর বিভিন্ন ইউনিটের যুদ্ধে দিনলিপি ও প্রতিবেদন, ভারতীয় বাহিনীর ওই যুদ্ধের সম্মাননা,মুক্তিযুদ্ধের সময় ভারত থেকে প্রকাশিত বিভিন্ন পুস্তক, যুদ্ধের মানচিত্র, ওই সময়ে ভারতীয় বাহিনীর কমান্ডার ও রাজনৈতিক নেতাদের বক্তৃতার অডিও ও ভিডিও ক্লিপ,মুক্তিযুদ্ধের সময় নির্মিত বিভিন্ন প্রামাণ্যচিত্র, বিভিন্ন আলোকচিত্র,১৯৭১ সালের ডিসেম্বর ও ১৯৭২ সালের জানুয়ারি মাসে প্রকাশিত ভারতীয় সংবাদপত্রের ক্লিপিংস, সৈনিক সমাচার ম্যাগাজিনের সফটকপি এবং জেলাওয়ারি শরণার্থীদের তালিকা দেওয়া হয়েছে জাতীয় জাদুঘরকে।