বিরূপ আবহাওয়ায় মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত: অ্যামটব

বিরূপ আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগে দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ না থাকায় মোবাইল টেলিফোন নেটওয়ার্ক বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছে অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটর অব বাংলাদেশ (অ্যামটব)।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2017, 10:26 AM
Updated : 22 Oct 2017, 10:26 AM

কিছু গ্রাহকের সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করে রোববার অ্যামটবের পক্ষ থেকে মহাসচিব টি আই এম নূরুল কবীর সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সব অপারেটর সম্মিলিতভাবে এই সমস্যার দ্রুত সমাধান এবং গ্রাহকদের নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিটিআরসির হিসাবে গত অগাস্ট শেষ নাগাদ দেশে মোট মোবাইল ফোন গ্রাহক আছে ১৩ কোটি ৯৩ লাখের বেশি।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ স্থলভাগে উঠে আসায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শনিবার সকাল পর্যন্ত বৃষ্টি হয়। উপকূলীয় প্রায় সব এলাকাতেই প্রচুর বৃষ্টিপাত হয়।