সুষমা স্বরাজ ঢাকা আসছেন

দুই দিনের সফরে রোববার ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2017, 04:25 PM
Updated : 22 Oct 2017, 06:00 AM

শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর আমন্ত্রণে রোববার রাষ্ট্রীয় সফরে ঢাকা যাচ্ছেন তিনি।

বিশেষ বিমানে দুপুর ২টায় ঢাকা পৌঁছাবেন সুষমা স্বরাজ। বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে তাকে অভ্যর্থনা জানাবেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী।

২০১৪ সালে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়ে প্রথম বিদেশ সফরে বাংলাদেশে এসেছিলেন সুষমা স্বরাজ

সফরে মাহমুদ আলীর সঙ্গে যৌথভাবে ভারত-বাংলাদেশ যৌথ পরামর্শক কমিশনের চতুর্থ সভার সভাপতিত্ব করবেন সুষমা স্বরাজ।

ভারত সরকারের অর্থায়নের ১৫টি প্রকল্প উদ্বোধন করবেন তিনি।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী রোববার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

সোমবার বিকালে ঢাকা ছাড়ার আগে সুষমা স্বরাজ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও বৈঠক করবেন বলে একটি সূত্র জানিয়েছে।

এছাড়া সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী ও সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।  

২০১৪ সালের মে মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়ে প্রথম বিদেশ সফরে বাংলাদেশে এসেছিলেন সুষমা স্বরাজ। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটা তার দ্বিতীয় সফর হচ্ছে।