হোল্ডিং ট্যাক্স না বাড়ানোর দাবি যুব ইউনিয়নের

ঢাকা সিটি করপোরেশন এলাকায় হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির উদ্যোগ থেকে নগর কর্তৃপক্ষকে সরে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ যুব ইউনিয়ন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2017, 05:31 PM
Updated : 20 Oct 2017, 05:31 PM

সিটি করপোরেশনের অ্যাপার্টমেন্ট ও বসতবাড়ির ‘অস্বাভাবিক ও মাত্রাতিরিক্ত হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির’ প্রতিবাদে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে এই আহ্বান জানানো হয়।

সমাবেশে যুব ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াৎ বলেন, “আমরা নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছি। ঢাকা শহর এখনও বসবাসযোগ্য হয়নি। অথচ ট্যাক্স দিন দিন বেড়েই চলছে।

“এমনিতেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির কারণে নাগরিকদের নাভিশ্বাস উঠেছে। এরপর অস্বাভাবিক হারে হোল্ডিং ট্যাক্স বাড়ানো হলে জনসাধারণকে বাসাবাড়ি ছেড়ে চলে যেতে হবে।”

সাধারণ মানুষের কথা মাথায় রেখে হোল্ডিং ট্যাক্স না বাড়াতে নগর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান সেকেন্দার।

সমাবেশে বক্তারা চাল, কাঁচামরিচ, সবজিসহ নিত্যপণ্যের দাম কমিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানান।

অন্যদের মধ্যে যুবনেতা গোলাম রাব্বী, শরিফুল আনোয়ার সজ্জন, আনোয়ার হোসেন, এমআর খান জিতু সমাবেশে বক্তব্য রাখেন।