ঘুষের অভিযোগ: বেবিচকের ২ প্রকৌশলীকে দুদকে জিজ্ঞাসাবাদ

ঘুষ নেওয়ার অভিযোগের বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দুই প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2017, 01:29 PM
Updated : 19 Oct 2017, 01:29 PM

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রধান প্রকৌশলী সুধেন্দু বিকাশ গোস্বামী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী এম মাকসুদুল ইসলামকে দুদক প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কমিশনের পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মীর মো. জয়নুল আবেদীন শিবলী তাদের জিজ্ঞাসাবাদ করেন।

“অভিযোগের বিষয়ে তারা তাদের অবস্থান থেকে বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন, তাদের কাছ থেকে সংশ্লিষ্ট নথিপত্র চেয়েছেন অনুসন্ধানকারী কর্মকর্তা।”

অভিযোগের বিষয়ে দুদক জানায়, ন্যাশনাল ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের মালিক মো. আব্দুল হামিদের মালিকানাধীন মোট ৯টি প্রতিষ্ঠান থেকে ঘুষ নিয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের শীর্ষ ওই দুই কর্মকর্তা আত্মসাৎ করেন।

ওই অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য গত ১২ অক্টোবর সুধেন্দু বিকাশ গোস্বামী ও মাকসুদুল ইসলামকে তলব করে নোটিস দেয় দুদক।