নারীর জন্য বিপজ্জনক নগরীর তালিকায় ‘ঢাকা সপ্তম’

নারীদের জন্য বিপজ্জনক নগরীর তালিকায় ঢাকা সপ্তম স্থানে এসেছে এক জরিপে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2017, 04:38 PM
Updated : 18 Oct 2017, 04:39 PM

থমসন রয়টার্স ফাউন্ডেশনের চালানো এই জরিপে নারীদের জন্য নিকৃষ্ট নগরীর স্বীকৃতি দেওয়া হয়েছে মিসরের রাজধানী কায়রোকে। সবচেয়ে উৎকৃষ্ট নগরীর স্থানটি পেয়েছে লল্ডন।

বিশ্বের ১৯টি মেগাসিটিতে নারীদের অবস্থান যাচাইয়ে বিশেষজ্ঞদের মতামতের নিয়ে থমসন রয়টার্স ফাউন্ডেশনের এই জরিপ চালানো হয়।

নগরীগুলোতে নারীরা যৌন হয়রানি থেকে কতটা মুক্ত, অভ্যন্তরীণ সংস্কৃতি কতটা নারীর জন্য কতটা প্রতিবন্ধক এবং স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অর্থনীতিতে অংশগ্রহণে নারীদের সুযোগ কেমন, তা পর্যালোচনা করে তালিকাটি তৈরি করা হয়।

এই তালিকায় দক্ষিণ এশিয়ায় নারীদের জন্য ঢাকার চেয়ে বিপজ্জনক নগরী হিসেবে নাম এসেছে ভারতের রাজধানী নয়া দিল্লি এবং পাকিস্তানের করাচির।

কোটি মানুষের নগরীগুলোর এই তালিকায় করাচির স্থান কায়রোর পরেই অর্থাৎ দ্বিতীয়। নয়া দিল্লি আছে চতুর্থ স্থানে।

করাচি ও নয়া দিল্লির মাঝের তৃতীয় স্থানটিতে রয়েছে আফ্রিকার দেশ কঙ্গোর রাজধানী কিনসাসা।

সপ্তম স্থানে থাকা বাংলাদেশের রাজধানীর আগের স্থান দুটি হচ্ছে মেক্সিকো সিটি (ষষ্ঠ) এবং পেরুর রাজধানী লিমার (পঞ্চম)।

ঢাকার পরের স্থান তিনটিতে রয়েছে নাইজেরিয়ার লাগোস, ইন্দোনেশিয়ার জাকার্তা ও তুরস্কের ইস্তাম্বুলের।

স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের সুযোগ পাওয়া তালিকায় উৎকৃষ্ট নগরী হিসেবে শীর্ষ স্থানে নিয়ে এসেছে লন্ডনকে।

টোকিও তালিকায় লন্ডনের পেছনে থাকলেও জাপানের রাজধানীতে নারীদের যৌন হয়রানির ঘটনা সবচেয়ে কম।

তুলনামূলক নারীবান্ধব নগরী হিসেবে তালিকায় লন্ডন ও টোকিওর পরের স্থানগুলোতে রয়েছে প্যারিস, মস্কো, সাংহাই, ম্যানিলা, নিউ ইয়র্ক, বুয়েন্স আইরেস ও সাও পাওলো।