পুলিশের শীর্ষ পর্যায়ে ২০ কর্মকর্তার পদোন্নতি

পুলিশের শীর্ষ পর্যায়ে ২০ কর্মকর্তার পদোন্নতি হয়েছে; এদের অতিরিক্ত আইজি হয়েছেন পাঁচজন, ১৫ জন হয়েছেন ডিআইজি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2017, 04:14 PM
Updated : 18 Oct 2017, 04:56 PM

বাংলাদেশ পুলিশ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ বুধবার দুটি আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে পদোন্নতির এই আদেশ জারি করে।

অতিরিক্ত মহাপরিদর্শক হয়েছেন সিআইডির ডিআইজি আবদুস সালাম, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. মহসিন হোসেন, শিল্প পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) মো. নওশের আলী, পুলিশের বিশেষ শাখা (এসবি)’র ডিআইজি মীর শহীদুল ইসলাম এবং ঢাকা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম।

এছাড়া উপ মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) পদে যারা পদোন্নতি পেয়েছেন, তারা হচ্ছেন পুলিশ অধিদপ্তরের ডিআইজি (চলতি দায়িত্বে) আবু হাসান মুহম্মদ তারিক, টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) কমান্ডেন্ট ড. হাসানুল হায়দার, পুলিশ অধিদপ্তরের ডিআইজি (চলতি দায়িত্বে) বর্তমানে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (চলতি দায়িত্বে) মো. হুমায়ুন কবির, টেলিকম এন্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট (টিএন্ডআইএম) অতিরিক্ত ডিআইজি মোর্শেদুল আনোয়ার খান, র‌্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) মো. শাহাবুদ্দিন খান, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (চলতি দায়িত্বে) ওয়াই এম বেলালুর রহমান, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার (চলতি দায়িত্বে) মো. মাহাবুবর রহমান, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি ড.এ এফ এম মাসুম রাব্বানী, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মীর রেজাউল আলম, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলী মিয়া, র‌্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) সেলিম মো. জাহাংগীর, চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য্য, র‌্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) খন্দকার লূৎফুল কবির এবং পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ।