পুলিশের কাজে বাধার মামলায় ৪ বিএনপির নেতার আগাম জামিন

পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে চলতি মাসে দায়ের করা কয়েকটি মামলায় হাই কোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন বিএনপির চার নেতা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2017, 09:38 AM
Updated : 18 Oct 2017, 09:38 AM

এরা হলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনু।

বিচারপতি মিফতা উদ্দিন চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের হাই কোর্ট বেঞ্চ বুধবার তাদের এ জামিন দেয়।

আট সপ্তাহ বা পুলিশ প্রতিবেদনের মধ্যে যেটি আগে হবে সে সময় পর্যন্ত বিএনপির চার নেতা জামিনে থাকবেন বলে জানিয়েছেন তাদের আইনজীবী সগীর হোসেন লিওন।

সাংবাদিকদের তিনি বলেন, উচ্চ আদালতে আত্মসমর্পণ করে আগাম জমিন আবেদন করলে বুধবার তাদের এই জামিন দেয় হাই কোর্ট।

চার বিএনপি নেতার পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও জয়নুল আবেদীন। তাদের সঙ্গে ছিলেন সগীর হোসেন লিওন।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর।

আইনজীবী সগীর হোসেন লিওন সাংবাদিকদের বলেন, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে গত ১০ অক্টোবর নয়া পল্টনের দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভা করে বিএনপি।

এসময় পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে এ ঘটনায় পল্টন থানায় তিনটি ও মতিঝিল থানায় একটি মামলা হয়।

এসব মামলায় জামিন পাওয়া বিএনপির এ চার নেতাসহ ১২ জনকে আসামি করা হয়।

এর মধ্যে পল্টন থানার দুটি ও মতিঝিল থানার একটি মামলায় হাবিব-উন-নবী খান সোহেল, মতিঝিল থানার মামলায় খায়রুল কবির খোকন ও আমানউল্লাহ আমান এবং পল্টন থানায় করা মামলায় রফিকুল আলম মজনু জামিন পেয়েছেন।